লক্ষ্মীপুরে আইনজীবী সমিতি : ৯ পদে বিএনপি ও ৪ পদে আওয়ামী লীগপন্থিদের জয়, জামায়াত শূন্য

20
লক্ষ্মীপুরে আইনজীবী সমিতি

লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক রফিক উল্যাসহ ৯টি পদে বিএনপিপন্থি আইনজীবীরা নির্বাচিত হয়েছে। এছাড়া ৪টি পদে আওয়ামী লীগপন্থি ও দুই জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়। এ নির্বাচনে জামায়াতের কোন প্রার্থী নির্বাচিত হননি।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১২ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন তিনি।

 

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here